Joy Jugantor | online newspaper

শেখ রাসেলের সঙ্গে আবাহনীও শেষ আটে

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ০৩:০৭, ২৫ জানুয়ারি ২০২৩

শেখ রাসেলের সঙ্গে আবাহনীও শেষ আটে

সংগৃহীত ছবি।

আক্রমণ করেও গোল পাচ্ছিল না শেখ রাসেল। বিরতির পর পুলিশ এফসিকে চেপে ধারার পরই জালের ঠিকানা খুঁজে পেয়েছে। নিহাত জামান উচ্ছ্বাসের জয়সূচক গোলে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল। স্কোরলাইন ছিল ১-০।

‘সি’ গ্রুপ থেকে শুধু শেখ রাসেলের শেষ আট নিশ্চিত হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধে আক্রমণ-প্রতি আক্রমণ হলেও গোল পায়নি কেউ। জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা আক্রমণে ধার বাড়ায় বিরতির পর।

ম্যাচ ঘড়ির ৫১ মিনিটে শেখ রাসেল এগিয়ে যেতে পারতো। কিন্তু তিমুর তালিপভের প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক গোলকিপার বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়েছেন। ফিরতি বলে একজন বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়েছে।

৬৮ মিনিটে চার্লস দিদিয়েরের ফ্রি-কিক গোলকিপার শুয়েপড়ে প্রতিহত করে দলকে ম্যাচে রেখেছেন। ৭৪ মিনিটেও রাসেলকে হতাশ হতে হয়েছে। মনির আলমের ক্রসে দিদিয়েরের হেড দূরের পোস্ট দিয়ে গেছে।

দুই মিনিট পর শেষ হাসি হেসেছে শেখ রাসেল। এমফন উদোর ফ্রি-কিকে নিহাত জামান উচ্ছ্বাসের হেড থেকে আসে কাঙ্ক্ষিত গোল।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দীপক রায়ের হেড গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হলে শেখ রাসেলের ব্যবধান আর বাড়েনি।