Joy Jugantor | online newspaper

আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিল সৌদি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২:১১, ২৩ নভেম্বর ২০২২

আপডেট: ০২:১৬, ২৩ নভেম্বর ২০২২

আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিল সৌদি

র‌্যাঙ্কিয়ের ৪৮ ধাপ পিছিয়ে থাকা সৌদির কাছে হারল আর্জেন্টিনা

বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু করে র‌্যাঙ্কিয়ের তৃতীয় স্থানে থেকে। আর সৌদি আরব বিশ্বকাপ খেলেতে আসে ৫১তম স্থানে থেকে। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। আর গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় আরব দেশটি। 

এই জয়ে চলমান বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। সে সঙ্গে প্রথমবারের মতো আর্জেন্টিনার বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর আগে চারবারের সাক্ষাতে দুই পরজায়  ও দুই ড্র ছিল সৌদির।

ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোলটি করেন এই তারকা। এই গোলের মধ্যদিয়ে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের চারটি আসরে গোল করার রেকর্ড গড়েছেন মেসি।

ছবি : সংগৃহীত

অপরদিকে সৌদি আরবের হয়ে প্রথম গোলটি করেন সালেহ আল শেহরি (৪৮) এবং দ্বিতীয় গোলটি আসে সালেম আল দাওসারির (৫৩) পা থেকে। 

মঙ্গবার (২২ নভেম্বর) দোহার লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়।