Joy Jugantor | online newspaper

হাসানের হুঙ্কারে শুরুতেই ২ উইকেট নেই জিম্বাবুয়ের

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ২২:০৯, ৭ আগস্ট ২০২২

হাসানের হুঙ্কারে শুরুতেই ২ উইকেট নেই জিম্বাবুয়ের

সংগৃহীত ছবি

হাসান মাহমুদের হুঙ্কারে ইনিংসের শুরুতেই বিপদ দেখছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম এবং তৃতীয় ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন এই  তরুণ পেসার। তার বোলিং তোপে মাত্র ১৩ রানেই ২ উইকেট খুইয়েছে স্বাগতিকরা।

মুস্তাফিজুর রহমান চোটের কারণ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলে নেই, তার জায়গায় সুযোগ পেয়েছেন হাসান। আর এই সুযোগ দুই হাতে লুফে নেওয়ার যেন তৈরি ছিলেন এই পেসার। তামিম ইকবাল ইনিংসের প্রথম ওভারেই তার হাতে বল তুলে দেন। ওভারের তৃতীয় বলেই ওপেনার তাকুদ জাওয়ানাশেকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরের পথ দেখিয়েছেন হাসান। তাকুদের মতো কাইয়াও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন, আউট হওয়ার আগে ৮ বলে করেছিলেন মোটে ৭ রান।

আরও পড়ুন >> ধীরগতির ব্যাটিংয়ে তিনশর আগেই থামল বাংলাদেশ

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেটে ১৭ রান তুলেছে জিম্বাবুয়ে। ম্যাচ জিততে তাদের প্রয়োজন ২৭৪ রান।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান তুলেছিল বাংলাদেশ।