Joy Jugantor | online newspaper

মেসির জাদুকরী গোলে মোটেও বিস্মিত নন কোচ

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১৪:১৪, ৭ আগস্ট ২০২২

মেসির জাদুকরী গোলে মোটেও বিস্মিত নন কোচ

সংগৃহীত ছবি

 এমন গোলের পরও অবশ্য মেসিতে মোটেও অবাক হননি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। জানালেন, ‘এই রকম গোলে অবাক হয়েছি কি না? না, তবে গোলটা আমার ভালো লেগেছে।’

আরও পড়ুন>> মেসি-নেইমারদের ওপর আরও এক কঠিন নিয়ম চাপিয়ে দিলো পিএসজি

কেন বিস্মিত হননি, সেটাও জানিয়ে দিলেন পিএসজি কোচ। বললেন, ‘সে শীর্ষ পর্যায়ে খেলছে আজ ১৭ বছর ধরে। গেল বছর তার একটা কঠিন মৌসুম কেটেছে, সে তখন মানিয়ে নিচ্ছিল। এর আগে প্রতি মৌসুমে কম করে হলেও ৩০টি করে গোল করেছে সে।’

তবে নতুন মৌসুমটা মেসি শুরু করেছেন দারুণভাবে। ত্রফি দেস চ্যাম্পিয়ন্সের ম্যাচে করেছিলেন একটি গোল। লিগের ম্যাচে তিনি এবার করলেন জোড়া গোল, সঙ্গে নেইমারের প্রথম গোলটায় রেখেছিলেন সরাসরি অবদান। এমন শুরুর পর নতুন মৌসুমে দারুণ কিছুর আভাসই দিচ্ছেন মেসি। 

আরও পড়ুন>> অবিশ্বাস্য মেসি-দুরন্ত নেইমারে উড়ন্ত সূচনা পিএসজির

এমনটা কেন হচ্ছে সেটাও জানালেন কোচ গালতিয়ের। আশাবাদ ব্যক্ত করলেন, অসাধারণ এক মৌসুমই কাটবে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর। ফরাসি কোচের ভাষ্য, ‘দলে মানিয়ে নেওয়া হোক, কিংবা পরিবার নিয়ে নতুন জীবন শুরুর, সে যখনই পুরোপুরি প্রস্তুতিটা নিয়ে ফেলেছে, অসাধারণ একটা মৌসুম না কাটানোর কোনো কারণ নেই এখন তার সামনে।’

কিলিয়ান এমবাপে চোটের কারণে খেলতে পারেননি পিএসজির নতুন মৌসুমের শুরুর দুই ম্যাচে। তার সঙ্গে বর্তমান ফর্ম নিয়ে মেসির রসায়নটা দুর্দান্ত হবে, বিশ্বাস গালতিয়েরের। তিনি বলেন, ‘এমন ফর্ম নিয়ে যখন কিলিয়ানের সঙ্গে থাকবে, আমাদের আরও বেশি আক্রমণের শক্তি দেবে সে।’