
ছবি সংগৃহীত
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ দল। ষষ্ঠ উইকেটে সেখান থেকে দলকে টেনে তোলেন মুশফিকুর রহিম আর লিটন দাস। মুশফিক-লিটনের দেখানো পথ ধরেই হাঁটছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস আর দীনেশ চান্দিমাল। ষষ্ঠ উইকেট জুটিতে দলকে বিপদমুক্ত করে মুশফিক-লিটন দুইজনেই যেমন শতক তুলে নেন, একই রাস্তায় চলে সেঞ্চুরির দেখা পেয়েছেন ম্যাথিউস-চান্দিমাল।
বাংলাদেষের ষষ্ঠ উইকেট জুটিতে এসেছিল ২৭২ রান। শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট পার্টনারশিপে এখন পর্যন্ত ১৯২ রান যোগ করেছেন ম্যাথিউস-চান্দিমাল। দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ দলকে হতাশার সাগরে ভাসিয়ে লিড বাড়াচ্ছেন দুইজন। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষে ৫ উইকেট হারানো লঙ্কানদের সংগ্রহ ৪৫৯ রান। যেখানে সফরকারীরা ৯৪ রানের লিড পেয়েছে। চা বিরতি থেকে ফিরে ম্যাথিউস ১১৮ এবং চান্দিমাল ১১৯ রানে তৃতীয় সেশন শুরু করবেন।
বিস্তারিত আসছে...