Joy Jugantor | online newspaper

সিলেটকে দাঁড়াতেই দিল না কুমিল্লা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৪, ২২ জানুয়ারি ২০২২

সিলেটকে দাঁড়াতেই দিল না কুমিল্লা

হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সিলেটের মোহাম্মদ মিঠুন। ছবি: কুমিল্লা ভিক্টোরিয়ানস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সামনে দাঁড়াতেই পারল না সিলেট সানরাইজার্স। কুমিল্লার বোলারদের বোলিং তোপে ৯৬ রানেই গুটিয়ে গেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দলের ইনিংস।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লা দলপতি ইমরুল কায়েস। ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ইমরুল বাহিনী।

দলীয় ৭ রানে শুরু সিলেটের ব্যাটিং ধস। দলের ব্যাটসম্যানদের ভেতর সর্বোচ্চ ২০ রান আসে কলিন ইনগ্রামের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান ১৯ রান আসে কুমিল্লার বোলারদের কল্যাণে।

এই অতিরিক্ত ১৯ রানের ভেতর ছিল ১৭টি ওয়াইড, একটি লেগ বাই ও একটি নো বল।

ব্যাটিং বিপর্যয়ের দিনে দলের হয়ে দুই অঙ্কের রান ছোঁয়া সম্ভব হয় রাভি বোপারা (১৭) ও সোহাগ গাজির (১২)। বাকিদের ফিরতে হয় এক অঙ্কের স্কোর নিয়েই।

নিয়মিত উইকেট পতন ও কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৯৬ রান তুলতে সক্ষম হয় সিলেট। আর কুমিল্লার সামনে দাঁড়ায় ৯৭ রানের সহজ লক্ষ্য।

কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম। আর একটি করে উইকেট ঝুলিতে পুরেন তানভির ইসলাম, করিম জানাত ও মুমিনুল হক।