
এবারও দর্শক ছাড়া বিপিএল
হুট করেই দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় গ্যালারি ফাঁকা রেখেই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাঠে দর্শক প্রবেশের সুযোগ থাকছে না। করোনা পরিস্থিতির উন্নতি হলে টুর্নামেন্টের মাঝপথে সিদ্ধান্ত বদলাতে পারে বলেও জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
রোববার নিজাম উদ্দিন সংবাদমাধ্যমকে বললেন, ‘আমরা সরকারের সঙ্গে কথা বলেছি, এই মুহূর্তে দর্শকদের মাঠে প্রবেশকে অনুৎসাহিত করা হচ্ছে। পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে আসে, পরের রাউন্ড কিংবা কোনো সময়ে হয়ত সরকারের অনুমোদন সাপেক্ষে মাঠে দর্শক প্রবেশের ব্যবস্থা করা হবে।’
আসছে শুক্রবার থেকে মিরপুরে শুরু হবে বিপিএলের অষ্টম আসর। গত আসরেও করোনার কারণে মাঠে দর্শক ঢুকতে পারেনি। এবার অবশ্য গ্যালারিতে দর্শক টানার পরিকল্পনা ছিল বিসিবির। পরিস্থিতির কারণে শেষমুহুর্তে সেখান থেকে সরে আসতে হল।
করোনা পরবর্তী সময়ে মাঠে দর্শক ফিরেছিল পাকিস্তান সিরিজ দিয়ে। ধারণক্ষমতার অর্ধেক আসনের সংখ্যক দর্শককে খেলা দেখার সুযোগ দেয়া হয়েছিল। বিপিএলে দর্শক সংখ্যা বাড়ানোর ভাবনা ছিল বিসিবির।