Joy Jugantor | online newspaper

কোপায় জিতবে আর্জেন্টিনা, আশা ‘তাহের মেসি’র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৬, ২০ জুন ২০২১

কোপায় জিতবে আর্জেন্টিনা, আশা ‘তাহের মেসি’র

আবু তাহেরের আর্জেন্টিনা রিকশা। ছবি: টুইটার

ঢাকার অলিগলিতে দেখা মেলে রং-বেরঙের রিকশার। জনপ্রিয় এই বাহনটি অনেকের কাছেই প্রতিদিনকার চলাচলের একমাত্র উপায়। রাজধানীর হাজারও রিকশার মাঝে হুট করেই চোখে পড়তে পারে একেবারে আলাদা আবু তাহেরের রিকশাটিকে।

আকাশি, নীল ও সাদা রঙে রাঙানো রিকশাটি একনজর দেখলেই বোঝা যায় এর চালকের উদ্দেশ্য। আর্জেন্টিনা ফুটবল দলের পাঁড় ভক্ত তাহের। সেই ১৯৮৬ সাল থেকে।

ছোটবেলায় কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখে ভালোবেসে ফেলেন আর্জেন্টিনাকে। সেই ভালোবাসা আজও অটুট।

বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে বাংলাদেশের অন্যান্য ভক্তের মতো আর্জেন্টিনার হাতে শিরোপা দেখার আশায় থাকেন তাহের।

ম্যারাডোনার পর তাহেরের নতুন ভালোবাসার নাম লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের এতটাই ভক্ত তিনি যে, পরিচিতরা তাকে ডাকে ‘তাহের মেসি’ নামেই।

আর্জেন্টিনার জার্সি গায়েই তাহের রিকশা চালান ঢাকার অলিগলিতে। ব্রাজিলভক্তদের নিজের রিকশায় নিতে চান না। তারাও আর্জেন্টিনার জার্সির রঙের রিকশায় চড়েন না।

এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার জয় নিয়ে প্রচণ্ড আশাবাদী তাহের। প্রিয় দল ও তারকার হাতে দেখতে চান শিরোপা।

এবার তিনি নিশ্চিত, ‘আর ফাইনাল হারবে না আর্জেন্টিনা। মেসির হাতেই উঠবে শিরোপা।’

তাহেরের আর্জেন্টিনাপ্রীতির খবর এক টুইটবার্তায় জানিয়েছে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় টুইটার হ্যান্ডল ‘আর্জেন্টিনা ফুটবল মিডিয়া’।

তাহেরের প্রিয় আর্জেন্টিনা কোপা আমেরিকার প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারিয়ে ছন্দে ফিরেছে। লাখো-কোটি ভক্তের মতো তাহেরও এবারের টুর্নামেন্টের শিরোপা মেসিদের হাতে দেখার অপেক্ষায় আছেন।