Joy Jugantor | online newspaper

বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৫, ৬ অক্টোবর ২০২৫

বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

নানা নাটকীয়তায় ভরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনা।এ দিন সকালে ভোট দেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও ভোট দিতে আসেন আলোচিত সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। 

এছাড়া জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী ফারুক। ভোট দেওয়ার অভিজ্ঞতা গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো এবং সুষ্ঠু একটি ভোট হবে বলেই প্রত্যাশা করছি। আমি আমার জয় নিয়ে আশাবাদী।’এ দিকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা-ই দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।’

ভোটের পরিবেশ নিয়ে পরে কথা বললেন জানিয়ে বুলবুল বলেন, ‘যেহেতু আগে কখনো নির্বাচন করিনি, তাই পরিবেশ নিয়ে আজ ভোট শেষে কথা বলবো। অনেক কিছু ফলের ওপর নির্ভর করছে।’ভোট গণনা শেষে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে। এরপর সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফল ঘোষণা করা হবে।