Joy Jugantor | online newspaper

দেশে পা রেখেই সমর্থকদের বার্তা দিলেন হামজা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০১, ৬ অক্টোবর ২০২৫

দেশে পা রেখেই সমর্থকদের বার্তা দিলেন হামজা

দেশে পা রেখেই সমর্থকদের বার্তা দিলেন হামজা

আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। দেশে পা রেখে সমর্থকদের জন্য একটি ভিডিওবার্তা দিয়েছেন এ মিডফিল্ডার।

ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে এসে পৌঁছান হামজা। বাফফুফে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশা আল্লাহ আমরা সাক্সেসফুল হবো। ৯ তারিখ আমরা হংকংয়ের সঙ্গে খেলতে নামবো। ইনশা আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।’ 

 হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ বিকালে অনুশীলনে নামার কথা রয়েছে তার।বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা।