Joy Jugantor | online newspaper

বিসিবি নির্বাচন ভোট দিয়ে বুলবুল বললেন— ‘সবই নতুন লাগছে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৯, ৬ অক্টোবর ২০২৫

বিসিবি নির্বাচন ভোট দিয়ে বুলবুল বললেন— ‘সবই নতুন লাগছে’

বিসিবি নির্বাচন ভোট দিয়ে বুলবুল বললেন— ‘সবই নতুন লাগছে’

নানা নাটকীয়তায় ভরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত। 

সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন বর্তমান বিসিবি সভাপতি এবং পরিচালক পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা-ই দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।’

ভোটের পরিবেশ নিয়ে পরে কথা বললেন জানিয়ে বুলবুল বলেন, ‘যেহেতু আগে কখনো নির্বাচন করিনি, তাই পরিবেশ নিয়ে আজ ভোট শেষে কথা বলবো। অনেক কিছু ফলের ওপর নির্ভর করছে।’আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় ক্রিকেটারদের অভিনন্দন জানান বুলবুল। তিনি বলেন, ‘আমাদের মূল কাজই জাতীয় দলকে নিয়ে। ওরা অসাধারণ ক্রিকেট খেলছে। এই দলটিকে নিয়ে আমরা খুবই আশাবাদী। তবে সামনে ওয়ানডে সিরিজের জন্য মিডল অর্ডারে আরও কিছুটা উন্নতির প্রয়োজন আছে।’