Joy Jugantor | online newspaper

৫ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যে সব রাশির উপর প্রভাব ফেলবে

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ০০:৪৯, ১ মে ২০২৩

৫ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যে সব রাশির উপর প্রভাব ফেলবে

চলতি বছরে সূর্য ও চন্দ্রগ্রহণ হবে ৪টি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। 

জানা গেছে, আগামী শুক্রবার চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ৪৬ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত ১টা ২০ মিনিটে। গ্রহণ চলবে ৪ ঘণ্টা ১৫ মিনিট ধরে। তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং এশিয়া মহাদেশের কিছু কিছু অংশ থেকে এটি দেখা যাবে।

এই বিরল মহাজাগতিক ঘটনাটি আগামী ৫’মের পর আবার দেখতে অপেক্ষা করতে হবে প্রায় দু’দশক। ২০৪২ সালে আবার এমন ঘটনা আকাশে দেখা যাবে। অর্থাৎ, আগামী ৫’মের গ্রহণ দেখতে না পারলে তেমন ঘটনার পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে ১৯ বছর।

জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহণ সরাসরি ১২ রাশির জাতকদের উপরে প্রভাব ফেলে থাকে। তবে সবার উপর এই প্রভাব সমানভাবে পড়ে না। কোনো রাশির জাতকরা গ্রহণের শুভ ফল লাভ করেন। আবার কারোর জীবনে গ্রহণ নানা বাধা-বিপত্তি নিয়ে আসে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিতে পড়তে চলেছে চন্দ্রগ্রহণের শুভ প্রভাব।

মিথুন রাশি: এই বছরের প্রথম চন্দ্রগ্রহণের প্রভাবে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। গ্রহণের শুভ প্রভাব সরাসরি পড়তে পারে আপনার আর্থিক পরিস্থিতির উপর। সাথে চাকরিজীবীদের জন্য থাকছে বড় পদোন্নতি সুযোগ। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্যেও থাকছে সুখবর। একইসঙ্গে ব্যবসায়ীরাও পাবেন নিজেদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ।

সিংহ রাশি:২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে সিংহ রাশির জাতকদের উপরেও। এই সময় নতুন কোনো কাজ শুরু করতে পারেন। এগিয়ে যেতে পারেন নিজের লক্ষ্য অর্জনের পথে। দূর হতে পারে আর্থিক চিন্তাও। নির্মূল হবে মানসিক ও আর্থিক কষ্টও। পড়াশোনায় ভালো ফল করবে শিক্ষার্থীরা। ভালো ফলের সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও।

মকর রাশি: আসন্ন চন্দ্রগ্রহণ প্রচুর শুভ ফল নিয়ে আসতে চলেছে মকর রাশির জাতকদের জন্য। ক্যারিয়ারের এই সময় বড় কোনো সাফল্য পেতে পারেন মকর রাশির জাতকরা। এর ফলে নিজের পেশাগত জীবনে অনেকটাই এগিয়ে যাবেন। সম্পদ ও সম্পত্তির পরিমাণ বাড়বে। দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকা টাকা ফেরত পাবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। রয়েছে প্রোমোশন পাওয়ার সম্ভাবনাও।