Joy Jugantor | online newspaper

প্রধানমন্ত্রীর কোনও টুইটার অ্যাকাউন্ট নেই

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ০৯:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রীর কোনও টুইটার অ্যাকাউন্ট নেই

প্রধানমন্ত্রীর কোনও টুইটার অ্যাকাউন্ট নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার বা অন্য কোনও সামাজিক নেটওয়ার্কিং সাইটে কোনও অ্যাকাউন্ট নেই।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, এখন একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার বা অন্য কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও অ্যাকাউন্ট নেই। তাই এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।