
মহাদেবপুরের একটি হলুদের ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়
নওগাঁর মহাদেবপুরে মহসিন (২৪) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় একটি হলুদের ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
উপজেলার এনায়েতপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের হলুদ ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মহসিন উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।