Joy Jugantor | online newspaper

টেলিকম কোম্পানির এসএমএস বাংলায় দেয়া এখন বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫১, ২ ফেব্রুয়ারি ২০২১

টেলিকম কোম্পানির এসএমএস বাংলায় দেয়া এখন বাধ্যতামূলক

গ্রাহকদের কাছে টেলিকম কোম্পানিগুলোর এসএমএস বাংলায় দেয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার ‘রাষ্ট্রভাষা বাংলা চাই বিষয়ক’ এক সবুক লাইভে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, টেলিকম কোম্পানি গ্রাহকদের কাছে যে তথ্যই প্রকাশ করুক না কেন, সেই তথ্য বাংলা ভাষায় হবে এবং বাংলা হরফে হবে। মোবাইল ফোনের মধ্যেও বাংলা সফটওয়্যার থাকতে হবে।

তিনি বলেন, মোবাইলের ফিচারগুলো বাংলায় থাকবে। বহু আগেই এ নির্দেশ দেয়া ছিল। তবে এ ব্যাপারে আমরা কঠোর।

মন্ত্রী আরো বলেন, অন্যান্য ক্ষেত্রে অনেকের ভুল ধারণা আছে যে বাংলায় হয়তো কাজ করা যায় না। বাংলা এখন এমন ভাষা, যা প্রযুক্তিতে ব্যবহার করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটা মোবাইল  ডেস্কটপ কিংবা ল্যাপটপ হোক আপনি বাংলা ভাষা প্রয়োগ করতে পারেন।