Joy Jugantor | online newspaper

বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২২, ২২ নভেম্বর ২০২২

বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

রাজশাহী দুর্গাপুর পুঠিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। 

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। একটু পরে বিস্তারিত জানানো হবে। 

২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি। দীর্ঘদিন নির্বাচনী এলাকায় না থাকলেও আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মী সভায় যোগ দেন।