Joy Jugantor | online newspaper

চোখের জলে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে শেষ বিদায়

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৩৬, ১৭ জুলাই ২০২৪

চোখের জলে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে শেষ বিদায়

চোখের জলে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে শেষ বিদায়

কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) সমন্বয়ক আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে জাফরপাড়া মাদরাসা মাঠে তার জানাজা হয়। জানাজায় ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া।

আবু সাঈদের জানাজা ঘিরে মানুষের ঢল নামে। সকাল থেকে অনেকে জানাজায় অংশ নিতে জাফরপাড়া মাদরাসা প্রাঙ্গনে উপস্থিত হন।

এর আগে মঙ্গলবার রাত দুইটার দিকে আবু সাঈদের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। মরদেহ পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছেলের মরদেহ দেখে বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম বার বার মূর্ছা যান। তাদের কান্নায় ওই এলাকার পরিবেশ ভারী হয়ে আসে।

মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীরা রংপুর নগরীতে মিছিল বের করে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় আবু সাঈদ তাদের সঙ্গে যোগ দেয়। এরপর ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ শতাধিক রাউন্ড গুলি ও রাবার বুলেট নিক্ষেপ আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আবু সাঈদ একাই অবিচল দাঁড়িয়ে মোকাবিলার চেষ্টা করেন। পুলিশের সামনে বুক উঁচিয়ে দেয়। পুলিশকে তাকে লক্ষ্য গুলি করলে গুলিবিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন সাঈদ। তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।