Joy Jugantor | online newspaper

বগুড়া-৪ আসনের মনোনয়নপত্র দাখিল করলেন রেজাউল করিম তানসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯, ২৯ নভেম্বর ২০২৩

আপডেট: ২০:২০, ২৯ নভেম্বর ২০২৩

বগুড়া-৪ আসনের মনোনয়নপত্র দাখিল করলেন রেজাউল করিম তানসেন

বুধবার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের নিকট বগুড়া-৪ আসনের মনোনয়নপত্র দালিখ করলেন রেজাউল করিম তানসেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের নিকট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মনোনয়নপত্র দাখিল করলেন জেলা জাসদের সভাপতি সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা জাসদের সভাপতি আশরাফ আরী খান আজাদ, সাধারণ সম্পাদক সিদ্দিকুল আলম মামুন, নন্দীগ্রাম উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান রুস্তম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শাহীন, সাবেক সভাপতি ফরিদ আহম্মেদ, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস প্রমূখ।