
বাংলাদেশের ব্যক্তি বিশেষের ওপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ভাবনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।
কবির বিন আনোয়ার বলেন, ‘মার্কিন ভিসানীতি তাদের অভ্যন্তরীণ বিষয়। মার্কিনিরা তাদের দেশে কাকে এলাও (অনুমতি) করবে, না করবে— এটা তাদের ব্যাপার। আমাদের (আওয়ামী লীগের) কাজ হচ্ছে দেশের ভোটারদের নিয়ে। জনগণই আমাদের শক্তি। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করছে। যারা জনগণের সাড়া পাচ্ছে না, তারা বিদেশ নীতি আর ভিসানীতি নিয়ে ব্যস্ত। তারা আগামীতে বিদেশিদের সহায়তায় ক্ষমতায় যেতে চায়। তাদের এই স্বপ্ন পূরণ হবে না।’
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, ভোটারদের ভোটমুখী করতে বাড়ি বাড়ি যাবে আওয়ামী লীগের স্মার্টকর্মীরা। এ জন্য স্মার্ট কর্নার করা হচ্ছে। দক্ষকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে ভোটারদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে উৎসবের পরিবেশ তৈরি করবে।’
সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে কবির বিন আনোয়ার বলেন, অনেকে ছবি তুলে, ভিডিও করে, কার্টুন করে বিভিন্নভাবে অপপ্রচার করছে। গুজব সৃষ্টি করছে। এসব রোধ করতে আইন ব্যবহার হচ্ছে।
তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের উন্নত রূপ। স্মার্ট বাংলাদেশের প্রাথমিকভাবে চারটি বিষয় এসেছে, যেমন স্মার্ট গভর্নর, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমিক। আমরা দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট করে গড়ে তুলব। আমাদের প্রতিটি জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার নির্মাণ করে সন্তানদের প্রশিক্ষণ দেব।’
লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধনকালে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কবির বিন আনোয়ার জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।