Joy Jugantor | online newspaper

‘আমি হিরো আলমকে নিয়ে কিছু বলিনি’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩

‘আমি হিরো আলমকে নিয়ে কিছু বলিনি’

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের জানাজা শেষে।

বগুড়ার দুটি আসন থেকে উপনির্বাচনে অংশ নেয়া আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে কিছু বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের জানাজা শেষে তিনি এমন দাবি করেন।

বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনে অংশ নেয়া হিরো আলম নির্বাচনের আগে-পরে দেশজুড়ে আলোচিত নাম। তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলেছেন সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতারা।

জানাজা শেষে ওবায়দুল কাদের বলেন, 'আমি তাকে (হিরো আলম) কিছুই বলিনি। আমি মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিয়েছি। সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে (উপনির্বাচন) করেছে, ভালো ভোটও পেয়েছে। তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।'

তিনি আরও বলেন, 'আমি যা বলেছি, সেটা মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে।’ 

গত শনিবার হিরো আলমকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়। ওই দিন পুরান ঢাকার কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে কাদের বলেছিলেন, “ফখরুল সাহেব বললেন, ‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে।’ হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠল তার।

“তিনি (ফখরুল) ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে, কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে।”

প্রতিক্রিয়ায় ওই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে হিরো আলম বলেন, ‘হিরো আলমকে কেউ কোনো দিন জিরো বানাতে পারেনি। যারা আমাকে জিরো বানাতে এসেছে, তারাই এখন জিরো হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের স্যার আজকে আমাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। হিরো আলমকে নাকি বিএনপি ভোটে দাঁড় করিয়ে দিয়েছে। আমাকে কেন বিএনপি দাঁড় করাবে? ভোটের মাঠে আমার পাশে কি বিএনপির কাউকে দেখা গিয়েছিল?’

কাদের ও হিরো আলমের ওই বক্তব্যের রেশ না কাটতেই সোমবার আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা দাবি করেন, হিরো আলম নয়; তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিয়েছেন।

কাদের বলেন, ‘হিরো আলম প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে ভালো ভোট পেয়েছেন। তাকে নিয়ে কোনো মন্তব্য ছিল না আমার; মন্তব্য ছিল মির্জা ফখরুলকে নিয়ে।’

হিরো আলম বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামানত হারালেও বগুড়া-৪-এ তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি।

পরে হিরো আলম অভিযোগ করেন, ভোটের ফলাফলে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে এটি দেখার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ফোন করে বিষয়টি খতিয়ে দেখারও নির্দেশ দেন।

দলীয় এমপির জানাজায় এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন। দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার এমপি হওয়ার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।’

জানাজায় অংশ নিয়ে মোসলেম উদ্দিন সম্পর্কে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কীভাবে কর্মী থেকে নেতা হওয়া যায়, তার কাছে শেখার রয়েছে।’