
ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের বাকশাপাড়া বায়তুন নূর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
বগুড়ার ধুনট উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বাকশাপাড়া বায়তুন নূর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন ছাত্রদল নেতা নূরনবী হোসেন, শামীম হোসেন, লিখন মিয়া, অন্তর বাবু, আশিকুর ইসলাম আশিক, সাব্বির হোসেন, সোহান মিয়া, কাওছার আহম্মেদ। দোয়া পরিচালনা করেন মাওলানা আমির হামজা।