Joy Jugantor | online newspaper

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিলে পুলিশের বাধা, আটক ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ৩০ নভেম্বর ২০২১

আপডেট: ০৮:৫৫, ১ ডিসেম্বর ২০২১

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিলে পুলিশের বাধা, আটক ৬

বগুড়ার শেরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল পুলিশের বাধার মুখে পড়ে পণ্ড হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে  উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঐ সময় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই কিশোর বলে জানিয়েছেন শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। 

জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল বের করেন। কিন্তু মিছিলের শুরুতেই পুলিশের বাধার মুখে পড়েন নেতা-কর্মীরা। বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে সামনে দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। 

জানতে চাইলে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, অনুমতি ছাড়াই মশাল মিছিল বের করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলটি পণ্ড করে দেয়া হয়। ঐ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।