Joy Jugantor | online newspaper

সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবে খালেদার মেডিক্যাল বোর্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ নভেম্বর ২০২১

সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবে খালেদার মেডিক্যাল বোর্ড

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে তার মেডিক্যাল বোর্ড। 

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিএনপি প্রধান বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলবেন চিকিৎসক বোর্ডের সদস্যরা।

এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা বেশি ভালো নেই। অত্যন্ত খারাপ অবস্থায় আছেন তিনি।

এদিন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।