Joy Jugantor | online newspaper

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির ৮দিনের কর্মসূচি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪০, ২৪ নভেম্বর ২০২১

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির ৮দিনের কর্মসূচি

প্রতীকী ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে ৮ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিক্যাল। চিকিৎসকরা সবাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তা বিদেশে নেওয়ার প্রয়োজন। সরকার চায় না খালেদা জিয়া বেঁচে থাকুক, তাই তাকে বিদেশে নেওয়ার সুযোগ দিচ্ছে না। সমস্ত দায়ভার সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, ২৫ তারিখ যুবদল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ২৬ তারিখ সারা দেশে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া, ২৮ তারিখ সেচ্ছাসেবক দল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করবে। ৩০ তারিখ বিভাগীয় শহরগুলোতে সমাবেশ, ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদলের মানববন্ধন, ৩ তারিখ কৃষকদল মৌন মিছিল। প্রয়োজন কর্মসূচি পরিবর্তন হতে পারে বলে জানান বিএনপি মহাসচিব।