Joy Jugantor | online newspaper

হাটহাজারিতে হেফাজতের নেতারা বৈঠকে বসেছেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১০, ১১ এপ্রিল ২০২১

হাটহাজারিতে হেফাজতের নেতারা বৈঠকে বসেছেন

হেফাজতের বৈঠকে।

হেফাজত নেতা মামুনুল হকের বিষয়ে আলোচনার জন্য চট্টগ্রামের হাটহাজারীতে বৈঠকে বসেছেন সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।

দারুল উলম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় রোববার বেলা ১২টার দিকে এই বৈঠক শুরু হয়।

সংগঠনটির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে আলোচনার মূল বিষয় মামুনুল হক। সেইসঙ্গে সারা দেশে হেফাজত কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে বিষয়েও আলোচনা হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, বৈঠকে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। সেখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির প্রায় ৪৫ জন নেতা।