Joy Jugantor | online newspaper

পঞ্চম টেস্টেও রিজভীর করোনা পজিটিভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩১, ৯ এপ্রিল ২০২১

পঞ্চম টেস্টেও রিজভীর করোনা পজিটিভ

রুহুল কবির রিজভী ফাইল ছবি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পঞ্চম টেস্টেও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে রিজভীর শরীরে জ্বর নেই, কাশি কমেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এবং বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর জ্বর নেই, কাশিও কমেছে। তবে অক্সিজেন দিতে হয় মাঝে মাঝে।  তিনি আরও বলেন, গত বুধবার তার করোনা টেস্ট করা হলে আবারও পজিটিভ রিপোর্ট এসেছে। 

এর আগে ১ এপ্রিল হঠাৎ রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয় এবং অক্সিজেন লেভেল কমে যায়। এরপর তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।