Joy Jugantor | online newspaper

করোনা টিকা নিয়ে যা বললেন বগুড়া বিএনপির ২ সাংসদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১০:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১

করোনা টিকা নিয়ে যা বললেন বগুড়া বিএনপির ২ সাংসদ

জিএম সিরাজ ও মোশারফ হোসেন। ফাইল ছবি

বিশ্বের মহামারী করোনাভাইরাসের টিকা নেওয়ার পর ইতিবাচক মন্তব্য করেছেন বগুড়া বিএনপি দলীয় দুই সাংসদ। তারা মনে করেন, করোনাভাইরাসের টিকা সচেতন সব নাগরিককে নেওয়া উচিত। বর্তমান বিশ্বের এই পরিস্থিতিতে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এতো দ্রুত করোনা টিকার ব্যবস্থা করার জন্য সরকার ধন্যবাদ পাওয়ারযোগ্য বলেও মনে করে তারা। 

জানতে চাইলে বগুড়া- ৬ (সদর) আসনের সাংসদ ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ বলেন, ‘আমি নিজে করোনা টিকা নিয়েছি অনেক আগেই। টিকা নেওয়ার পর কোনো সমস্যা দেখিনি। টিকা নেওয়ার বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও উৎসাহিত করছি আমরা। করোনা টিকা নিয়ে বিএনপির বিরুদ্ধে বাজারে একটি প্রপাগান্ডা আছে যে, বিএনপি করোনা টিকা নেওয়ার বিরোধী; আসলে ব্যাপারটি সত্য নয়। আমি আশ্চর্য হয়ে যাই।বিশ্বে এখনো ১৩০ টি দেশ করোনা টিকা পায়নি। কিন্তু আমরা পেয়েছি। এই জন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে ভালো কাজকে ভালো বলতে হবে।’

সম্প্রতি স্ত্রীসহ করোনা টিকা নিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি দলীয় সাংসদ মো. মোশারফ হোসেন। তিনি বলেন, ‘করোনা টিকা নেওয়ার বিষয়ে বাজারে গুজব রয়েছে, বিএনপির বিরুদ্ধে। আসলে বিএনপি গুজবের পক্ষে নয়। বিএনপি আসলে খারাপ কিছুকে প্রশ্রয় দিয়ে লালিত করে না। অনেকে সরকারের নানান দিক দেখে অনেকে হয়তো ভয় পেয়েছেন। কিন্তু টিকা নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা নেই। প্রত্যেক সচেতন মানুষের টিকা নেওয়া উচিত। দলীয় নেতাকর্মীরা টিকা নিচ্ছেন। তবে সরকারের উচিত টিকা নেওয়ার বিষয়ে জনসচেতনা সৃষ্টি করা হয়। টিকা নিয়ে কোনো কারণে কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা দেওয়ার আশ্বস্ত করা।’