Joy Jugantor | online newspaper

ভাদ্র মাসে পাকা তাল

মামুনুর রশিদ মামুন

প্রকাশিত: ১৬:৪৮, ২৬ আগস্ট ২০২২

আপডেট: ১৬:৫৪, ২৬ আগস্ট ২০২২

ভাদ্র মাসে পাকা তাল

পাকা তাল বিক্রি করছেন ব্যবসায়ীরা। ছবি-মামুনু রশিদ মামুন

ভাদ্র মাস এলেই মনে পড়ে তালের কথা। বাংলার ঐতিহ্য ধরে রাখতে শত গরমেও ভাদ্র মাসে তালের তৈরি নানা পিঠা তৈরি করেন গ্রামের বধুরা। পাকা তাল খুব অল্প সময়ের জন্য বাজারে পাওয়া যায়। বগুড়ার বিভিন্ন বাজারে দেখা মিলছে পাকা তারের। প্রতি পিচ তাল বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। বগুড়া শহরের চেলোপাড়া ব্রিজ থেকে তোলা। ছবি-মামুনুর রশিদ মামুন


পাকা তালের পসরা সাজাতে  ব্যস্থ ব্যবসায়ী। ছবি-মামুনুর রশিদ মামুন 

ছবি-মামুনুর রশিদ মামুন