
প্রকৃতি এখন নতুন সাজে সাজবে। নতুনের আশায় পুরাতন পাতা কে বিদায় দিচ্ছে গাছ। প্রতিটি গাছ তাদের প্রবীণ-জরাজীর্ণ-কর্মহীন শুকনো পাতাদের ডাল থেকে বিতাড়িত করেছে। গাছে গাছে পুরাতন পাতার মূল্য না থাকলেও ঝড়া পাতার মূল্য আছে মানুষের কাছে। জ্বলানির কাজে ঝড়া পাতা মাথায় নিয়ে বাড়ি ফিরছেন এক গৃহিনী। বগুড়া শহরের জয়পুর পাড়া থেকে তোলা। ছবি-মামুনুর রশিদ মামুন