Joy Jugantor | online newspaper

বিয়ের পর এলো মিমের গায়েহলুদের ছবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৯, ৫ জানুয়ারি ২০২২

বিয়ের পর এলো মিমের গায়েহলুদের ছবি

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের গায়েহলুদের ছবি প্রকাশ। ছবি: ফেসবুক

ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার দুপুরে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের পর এলো মিমের গায়েহলুদের ছবি

এদিন বিকেলেই বিয়ের কিছু ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছিলেন মিম। আর ক্যাপশনে লেখেন, ‘শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সব ভক্ত, শুভানুধ্যায়ীর কাছে শুভ কামনা প্রার্থী।’

বিয়ের পর এলো মিমের গায়েহলুদের ছবি

বিয়ের পরদিন এবার গায়েহলুদের ছবি প্রকাশ করলেন মিম। ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ফুল, স্নিগ্ধতা এবং গায়েহলুদ।’

বিয়ের পর এলো মিমের গায়েহলুদের ছবি

গত বছরের ১০ নভেম্বর আংটি বদল হয় মিম এবং সনি পোদ্দারের। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষ।

বিয়ের পর এলো মিমের গায়েহলুদের ছবি

সনি পোদ্দারের বাড়ি কুমিল্লা এবং তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ছয় বছর সম্পর্কে থাকার পর বাগদান হয় তাদের।

বিয়ের পর এলো মিমের গায়েহলুদের ছবি

বিয়ের পর এলো মিমের গায়েহলুদের ছবি

বিয়ের পর এলো মিমের গায়েহলুদের ছবি