Joy Jugantor | online newspaper

ছবিতে আবেদনময়ী জ্যাকলিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২১

ছবিতে আবেদনময়ী জ্যাকলিন

ছবি জ্যাকলিন ফার্নান্দেজের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। অভিনয়ের পাশাপাশি আবেদনময়ী রূপ দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকলিন। এরপর ‘হাউজফুল’, ‘মার্ডার টু’, ‘কিক’, ‘জড়ুয়া টু’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘গেন্দা ফুল’, ‘পানি পানি’ মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।

মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘ভূত পুলিশ’ সিনেমাটি। এছাড়া ‘অ্যাটাক’, ‘রামসেতু’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অভিনেত্রী জ্যাকলিনকে নিয়ে এই ফটো ফিচার।


জ্যাকলিনের জন্ম বাহরাইনের মানামাতে। এই অভিনেত্রীর বাবা শ্রীলঙ্কান এবং মা মালয়েশিয়ান


ইউনিভার্সিটি অব সিডনি থেকে ম্যাস কমিউনিকেশনে ডিগ্রি নিয়েছেন জ্যাকলিন


স্বাস্থ্য সচেতন জ্যাকলিন খাবার খেতে খুব পছন্দ করেন


মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি


জ্যাকলিনের প্রথম প্রেমিক বিন রাশিদ আল খলিফা বাহরাইনের রাজপুত্র ছিলেন


ঘোড়ায় চড়তে ভীষণ পছন্দ করেন জ্যাকলিন