Joy Jugantor | online newspaper

বগুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে “ব্যানানা আম”

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ২১ এপ্রিল ২০২১

আপডেট: ২১:৫২, ২১ এপ্রিল ২০২১

বগুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে “ব্যানানা আম”

বগুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে “ব্যানানা আম”। ছবি-মামুনুর রশিদ মামুন

দূর থেকে দেখলে মনে হবে এ যে আম গাছে কলা! দেখতে অনেকটা সাগর কলার মত। আসলে কলা নয়, আম গাছে আমই ধরেছে। থাইল্যান্ড থেকে আসা নতুন জাতের এই আমের নাম ‘ব্যানানা আম”। থাইল্যান্ডভিত্তিক এই আম স্বাদে ও গন্ধে বেশ মনকাড়া। গ্রীষ্ম প্রধান দেশে সুস্বাদু ও পুষ্টিকর ফলের মধ্যে আম অনেকেরই পছন্দের শীর্ষে। বুধবার বগুড়ার বনানী হার্টিকালচার সেন্টার থেকে তোলা। ছবি-মামুনুর রশিদ মামুন