
অভিনেত্রী আইরিন আফরোজ
মডেল-অভিনেত্রী আইরিন আফরোজ। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপন, নাটক ও টেলিছবিতে। ২০১৪ সালে উইনার হটপট বিজ্ঞাপনের মডেল হিসেবে আইরিন যাত্রা শুরু করেন। এরপর কাজ করেছেন বিকাশ, গোল্ডমার্ক বিস্কুট, প্রাণ ঝাল মুড়ি, মেন্টোস, ভ্যাসলিনসহ বেশ কিছু বিজ্ঞাপনে। অভিনয় করেছেন ‘একটি বাবুই পাখির বাসা’, ‘ব্যাক বেঞ্চার’, ‘শূন্যতা’, ‘বৃষ্টিদের বাড়ি’, ‘ভুবনের সাত সতেরো’সহ বেশ কয়েকটি নাটকে। অন্তর্জালে বেশ জনপ্রিয় এ সুন্দরী। সেখানে প্রায়ই দারুণ সব ছবি শেয়ার করেন। আসুন, দেখে নিই আইরিনের কিছু ঝলক।