Joy Jugantor | online newspaper

বলিউডের আড়ালে যে নায়িকা পর্ন ছবি বানাতেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ১ মার্চ ২০২১

আপডেট: ১২:৪২, ২ মার্চ ২০২১

বলিউডের আড়ালে যে নায়িকা পর্ন ছবি বানাতেন

অভিনেত্রী গেহানা বশিষ্ঠ

তার নাম গেহানা বসিষ্ঠ ওরফে বন্দনা তিওয়ারি।  শিক্ষিত পরিবারের মেধাবী মেয়ে তিনি। বলিউডে এসে অভিনয়ের আড়ালে পর্ন ছবি বানাতেন তিনি। জেনে নিন তার সম্পর্কে। ছবি-ইনস্টাগ্রাম


নিজের পরিচিতি কাজে লাগিয়ে টাকার লোভ দেখিয়ে কম বয়সী পরিশ্রমী ছেলে-মেয়েদের দিয়ে পর্ন ছবি বানান তিনি।

যে কারণে তাকে গ্রেফতার হতে হয়েছে। গেহানার ভারতের জন্ম ছত্তীসগড়ে। বাবা ছিলেন শিক্ষা দফতরের কর্মী এবং তার ঠাকুরমা ছিলেন একটি স্কুলের অধ্যক্ষা।

গেহানা নিজেও পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে পেশা হিসাবে বেছে নেননি ইঞ্জিনিয়ারিং। 

তাদের প্রতি পর্ন ভিডিও ১৫ থেকে ২০ হাজার করে টাকাও পারিশ্রমিক দিতেন গেহানা। তারপর সেই ভিডিও বিভিন্ন নেট মাধ্যমে বিক্রি করে উপার্জন করতেন।

বালাজি প্রোডাকশনের ‘গন্দি বাত’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন গেহানা। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে সঞ্চালকের ভূমিকাতেও দেখা গিয়েছে তাকে। অভিনয় করেছেন বেশ কিছু তামিল এবং তেলুগু ছবিতেও। 

২০১২ সালের ‘মিস এশিয়া বিকিনি’ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন গেহানা। তারপর প্রচুর নামী সংস্থার মডেল হয়েও কাজ করেছেন।

বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাকে। ইন্ডাস্ট্রিতে কর্মজীবন শুরু করেছিলেন টেলিভিশনে অভিনয় করেই। 

এরপর কিছু হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাকে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো হিন্দি ছবি সেভাবে সফল হয়নি।

তবে ওয়েব সিরিজের অত্যন্ত পরিচিত মুখ তিনি।

বালাজির ‘গন্দি বাত’ দিয়েই ওয়েব সিরিজ যাত্রা শুরু হয় তার। 

২০১৯ সালে এক ওয়েব সিরিজে অভিনয় করার সময় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শ্যুটিং ফ্লোরে টানা ৪৮ ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের ফলেই এমন ঘটেছিল।

তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে গিয়েছিল। তাকে ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল। 

মুম্বাইয়ে ওই ওয়েব সিরিজের শ্যুটিং করার সময় তিনি দু’দিন ধরে ‘এনার্জি ড্রিঙ্কস’ ছাড়া অন্য কিছু খাননি।

ঠিকঠাক বিশ্রাম নেয়ারও সুযোগ পাননি। মূলত অত্যধিক স্ট্রেস থেকেই তিনি হৃদ্রোগে আক্রান্ত হন বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। 

সম্প্রতি আরও একটি কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছে তার নাম।

পর্ন ভিডিও বানানোর জন্য তাকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে।

গেহানার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ছবির দুনিয়ায় কাজের জন্য আসা নতুন এবং পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের টাকার লোভ দেখাতেন। 

তাদের প্রতি পর্ন ভিডিও ১৫ থেকে ২০ হাজার করে টাকাও পারিশ্রমিক দিতেন গেহানা।

তারপর সেই ভিডিও বিভিন্ন নেট মাধ্যমে বিক্রি করে উপার্জন করতেন।