Joy Jugantor | online newspaper

দখল-দূষণে মরে যাচ্ছে করতোয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৫:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২১

দখল-দূষণে মরে যাচ্ছে করতোয়া

সম্প্রতি বগুড়ার শহরের চেলোপাড়া রেলওয়ে সেতুর নীচ থেকে তোলা। ছবি- জয়যুগান্তর 

সরকারি বেসরকারি সংস্থার দখল আর দূষণে মরতে বসেছে বগুড়ার প্রাণ বলে বিবেচিত করতোয়া নদী। বগুড়া জেলা প্রশাসনের পক্ষে থেকে একাধিকবার দখল-দূষণকারীদের তালিক তৈরি করা হয়।

উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হয়। কিন্তু ধরাছোঁয়ার বাহিরে থেকে যায় রাঘব বোয়ালরা। দূষণের ফলে করতোয়া পানি এখন পরিবেশ দূষণও করছে মারাত্মকভাবে। সম্প্রতি বগুড়ার শহরের চেলোপাড়া রেলওয়ে সেতুর নীচ থেকে তোলা। ছবি- জয়যুগান্তর