Joy Jugantor | online newspaper

শিশু আইয়ুবকে ফিরে পেতে চায় পরিবার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩

শিশু আইয়ুবকে ফিরে পেতে চায় পরিবার

হারানো শিশু অাইয়ুব ।

অাইয়ুব অালী (১১) নামে এক শিশু হারিয়ে গেছে। তার সন্ধান পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামন করছেন শিশুটির পরিবার। 

গত ০৪ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে খাটিয়ামারী এলাকা থেকে আইয়ুব হারিয়ে যায়। 

১১ বছর বয়সী অাইয়ুব গাইবান্ধার জেলার ফুলছড়ি থানার খাটিয়ামারী গ্রামের মহেদ আলীর ছেলে। 

পরিবারের সদস্যরা জানান, গত ০৪.০৯.২০২৩ তারিখে ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়তে গিয়ে আইয়ুব আর বাড়ি ফেরেনি। এরপর থেকে বাড়ির আশেপাশেসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও তার সহপাঠিদের জিজ্ঞাসা করাসহ নিকটতম সকল আত্নীয়স্বজনের বাড়িতেও খোঁজ নেয়া হয়। কিন্তু তার কোন প্রকার সন্ধান পাওয়া যায়নি। বর্তমানেও খোঁজাখুঁজি অব্যাহত আছে।

তার গায়ের রং ফর্সা, মুখের আকৃতি গোলাকার, চোখ লম্বা টানা টানা,  মাথায় টুপি, পরনে খয়েরী রঙের গোল গলা গেঞ্জি ও লুঙ্গি ছিল। উচ্চতা  ৪ ফুট ২ ইঞ্চি। এ ঘটনায় গাইবান্ধার ফুলছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

যদি কেউ আইয়ুবের সন্ধান পান তবে এই নম্বরে যোগাযোগ করতে পারেন-  ০১৩২৮-৫৬৬০৯২

মো. ইমান হোসেন, মোবাইল নং: ০১৩২৮-৫৬৬০৯২