
ছবি: সংগৃহীত।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
একটি বেসরকারি সংস্থার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার পর্যন্ত গত সাত দিন সবচেয়ে উষ্ণ সপ্তাহ রেকর্ড করা হয়েছে বিশ্বে।
সোমবার ও মঙ্গলবার ভেঙে যাওয়া বিশ্ব তাপমাত্রার রেকর্ডের কথা উল্লেখ করে গুতেরেস বলেছেন, ‘আমরা যদি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিতে বিলম্ব করতে থাকি, আমি মনে করি আমরা একটি বিপর্যয়কর পরিস্থিতিতে চলে যাচ্ছি। কারণ তাপমাত্রার সর্বশেষ দুটি রেকর্ড সেই বিষয়টিই দেখাচ্ছে।’
ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন (এনসিইপি) এর দেওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার বিশ্বব্যাপী বাতাসের গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এই পরিসংখ্যান বেসরকারি হলেও অনেক বিজ্ঞানী একমত যে, জলবায়ু পরিবর্তন অজানা অঞ্চলে পৌঁছে যাচ্ছে। আরও ঘন ঘন এবং আরও তীব্র তাপপ্রবাহ বিশ্বজুড়ে জীবনযাপনকে ব্যাহত করছে এবং প্রাণঘাতি তাপমাত্রা সৃষ্টি করছে।
গত মঙ্গলভার জলবায়ু উত্তপ্তকারী এল নিনোর আগমন ঘোষণা করেছে বিশ্ব জলবায়ু সংস্থা (ডব্লিউএমও)। কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, জীবন ও জীবিকা বাঁচাতে চরম আবহাওয়ার জন্য এখনই প্রস্তুতি আবশ্যক। সর্বশেষ বড় ধরনের এল নিনো ছিল ২০১৬ সালে। ওই বছর বিশ্বের সবচেয়ে উষ্ণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।