Joy Jugantor | online newspaper

‘সুন্দরবনে বাঘ আছে ১১৪ টি’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২২, ৪ এপ্রিল ২০২২

আপডেট: ১১:২৫, ৪ এপ্রিল ২০২২

‘সুন্দরবনে বাঘ আছে ১১৪ টি’

ফাইল ছবি ।

সর্বশেষ জরিপ অনুযায়ী, সুন্দরবনে বর্তমানে মোট ১১৪টি বাঘ আছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।

সোমবার (৪ এপ্রিল) সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান  তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

পরিবেশমন্ত্রী শাহাবউদ্দিন বলেন, ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে গণনা করে ২০১৫ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ পাওয়া যায়। সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী এ বনে বাঘের সংখ্যা ১১৪টি। এছাড়া সুন্দরবনে এক লাখ থেকে দেড় লাখ হরিণ, ১৬৫ থেকে ২০০টি কুমির এবং ৪০ থেকে ৫০ হাজার বানর রয়েছে।

বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বনমন্ত্রী জানান, বর্তমানে বনের পরিমাণ মোট ভূমির ১৪ দশমিক ১০ শতাংশ এবং বৃক্ষাচ্ছাদনের পরিমাণ মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ।