Joy Jugantor | online newspaper

ধেয়ে আসছে কালবৈশাখী, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৬:০৬, ২ মে ২০২১

আপডেট: ১৬:০৬, ২ মে ২০২১

ধেয়ে আসছে কালবৈশাখী, কমবে তাপমাত্রা

প্রতীকী ছবি।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ সময়ে দেশের দু-এক জায়গায় কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, এই সময়টায় ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী এবং ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বইছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে; ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়; ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ঢাকায় রোববার সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৫ টা ২৪ মিনিটে।