Joy Jugantor | online newspaper

ফাগুনের বাউরী বাতাসে

সিজুল ইসলাম

প্রকাশিত: ১৪:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ফাগুনের বাউরী বাতাসে

সিজুল ইসলাম

ছুঁয়ে যাক সকল প্রাণ
বসন্তের কলরবে
ঝরে যাক সমস্ত দুঃখ রাগ অভিমান
ভালোবাসার আলিঙ্গনে
তুমি থেকো পাশে বন্ধু হয়ে।

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
পাখিরা ছুটছে ডালে ডালে
শীতের চাদর মুড়ি দেয়া
পৌষ বিদায় দেয়া ফাগুনের সকালে।

আড়মোড়া দিয়ে সবাই যেন ছুটছে
হাওর-বাঁওড়, খাল-বিল আর মু্ক্ত জলাশয়ে
ছুটছে বুনো শালিকের দল
ছুটছে টিয়ে, ময়না, ফিঙে
মাছরাঙ্গা, সরালি, ল্যাঞ্জা হাঁস।

ছুটছে খুঁনতে হাঁস, বালি হাঁস, মানিকজোড়
হাজারো অতিথি পাখির ডুব সাঁতারে
খুনসুটি আর লুকোচুরিতে
প্রকৃতি মেতে উঠে বসন্ত উৎসবে।

মাছারাঙ্গা আর শত শত শুভ্র বক
ছুটছে পুঁটি মাছ শিকারের নেশায়,
পাখিদের কলকাকলিতে নীল আকাশে
উড়ে নতুন পালক 
গাছে গাছে গজায় নতুন সবুজ পাতা
ফুলে ফুলে ছেয়ে যায় প্রকৃতি
আর ঋতুরাজ বসন্তে 
কৃষ্ণচূড়ার ডালে গেয়ে উঠে কোকিল
জানান দেয় নতুন ভোরের, নতুন সূর্যের
আগমনী বার্তা দেয় নতুন প্রাণের ।

জেগে উঠে যেন পৃথিবীর সকল নতুন প্রাণ
গেয়ে উঠে বসন্তের গান
চিৎকার দিয়ে বলে
 এসো ভুলে যাই সমস্ত বৈরীতা 
গড়ে তুলি নতুন প্রাণের জন্য
বাসযোগ্য এক নতুন সতেজ পৃথিবী
যেখানে যুদ্ধ নেই যেখানে শত্রুতা নেই
যেখানে দূষণ নেই
আর নেই অস্বাভাবিক মৃত্যু
চলো বন্ধু এমন এক পৃথিবী গড়ি
জ্বলে উঠি ফাগুনের বাউরী বাতাসে
ভালবাসায় ভরে তুলি মানুষের মন
সবুজ করে তুলি সতেজ করে তুলি
রঙিন করে তুলি সকল প্রাণ।

বসন্ত এসে গেছে চলো ভালবাসি
মিলনের গান গাই কোকিলের মতো
প্রেমানন্দে নেচে উঠি প্রকৃতির সাথে
ভালোবাসায় ভরিয়ে তুলি এ ভুবন।

লেখক: সিজুল ইসলাম