Joy Jugantor | online newspaper

বগুড়ায় ক্ষুদে লেখিয়েদের সম্মাননা জানাবে কুঁড়ি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ায় ক্ষুদে লেখিয়েদের সম্মাননা জানাবে কুঁড়ি 

শহরের ম্যাক্স মোটেলের কনফারেন্স হলে।

বগুড়ায় ক্ষুদে লেখিয়ের সম্মাননার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শিশু-কিশোর সাহিত্য পত্রিকা মাসিক কুঁড়ি। 

পত্রিকাটির ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। শহরের ম্যাক্স মোটেলের কনফারেন্স হলে মঙ্গলবার সন্ধ্যায় সভা করে পত্রিকার সংশ্লিষ্টরা। 

এতে সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। সভায় 'কুঁড়ি উৎসব' অনুষ্ঠান এবং উৎসবে জাতীয় পর্যায়ের একজন বিশিষ্ট ছড়াকার, একজন শিশু-কিশোর সাহিত্য পত্রিকার সম্পাদক এবং ক্ষুদে লেখিয়েদের মধ্যে একজন ছড়াকার, একজন গল্পকার ও একজন প্রচ্ছদশিল্পীকে সম্মাননা প্রদান করাসহ কতিপয় সিদ্ধান্ত নেন তারা।

এতে আরও উপস্থিত ছিলেন কুঁড়ির উপদেষ্টা সম্পাদক জিএম সাকলায়েন বিটুল ও কবি সেলিম রেজা কাজল, কলামিস্ট এড. মনতেজার রহমান মন্টু, কবি জয়ন্ত দেব, কবি রাব্বানী সরকার, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কবি ও গল্পকার আলতুনিয়া টুটু, সাংস্কৃতিকব্যক্তিত্ব মির্জা এহছানুল হক দুলাল ও আবেদা আশরাফ, কবি লুবনা জাহান, কুঁড়ি'র সহকারী সম্পাদক জিললুর রহমান শামীম, সম্পাদনা সহযোগী উম্মে হাবিবা, জাকি-উল হক জীবন ও কুঁড়ি'র সম্পাদক কবি আব্দুল খালেক।