Joy Jugantor | online newspaper

বগুড়ায় ‘শবযাত্রায় দূরত্ব’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২২:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ায় ‘শবযাত্রায় দূরত্ব’ বইয়ের মোড়ক উন্মোচন

শনিবার শবযাত্রার দূরত্ব বইয়ের উন্মোচন করা হয়।

‘শবযাত্রায় দূরত্ব’ নামক কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বগুড়া শহরের সূত্রাপুরে সময় টেলিভিশন অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সাংবাদিক মাজেদ রহমানের প্রথম এই কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 

মোড়ক উন্মোচন করেন কবি এবং প্রাবন্ধিক বজলুর করিম বাহার, টি এম এস এসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, বগুড়া আজিজুল হক কলেজের সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান শহীদুল ইসলাম। 

মোড়ক উন্মোচন সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়াস্থ জয়পুরহাট কল্যান ট্রাস্টের সভাপতি এবং আজিজুল হক কলেজের সাবেক ভিপি আহসানুজ্জামান চৌধুরী সুইন। এতে বক্তব্য রাখেন বগুড়া টেলিভিশন রিপোর্টার ইউনিটির সভাপতি জিএম সজল, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, জয়পুরহাট লেখক ফোরাম এর সভাপতি কবি আজিজুল হক বিশ্বাস, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিক কবি রবিউল ইসলাম সোহেল, সাংবাদিক  আব্দুর রহিম বগড়া, আখতারুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শবযাত্রায় দূরত্ব বইয়ের লেখক সাংবাদিক মাজেদ রহমান  এবং অনুষ্ঠান পরিচালনা করেন  বাচিক শিল্পী অলোক পাল।

বক্তব্যে সাংবাদিক মাজেদ রহমান বলেন, সংবাদের জন্য বিভিন্ন স্থানে কাজ করতে গিয়ে সমাজের অসঙ্গতি, প্রেম, দ্রোহ ভীষণভাবে নাড়া দেয়। সেই সব নিয়ে এই বই রচনা। ভবিষ্যতে ভুলভ্রান্তি শুধরিয়ে আরো লেখা নিয়ে আসতে চাই পাঠকের সামনে।