Joy Jugantor | online newspaper

যা খাওয়া যাবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১৮:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩

যা খাওয়া যাবে

যা খাওয়া যাবে

চিকেন পক্স দ্রুত সারাতে যা খাবেন
মাঘ-ফাল্গুন মাসের দিকে চিকেন পক্সের মতো রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বায়ুবাহিত রোগ হওয়ায় এই রোগ আটকানোর পথও কম। এ  রোগের সময় খাওয়ায় বাছবিচার করতেই হয়। কিন্তু কেমন হবে সে বাছবিচার। চলুন দেখে নেওয়া যাক:

এসময় পানিশূণ্যতা বাড়তে পারে। পানি ফুটিয়ে পান করুন।
চিকেন পক্স হলে ফল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। এজন্য আঙুর, কলা এমন ফল খান। আর বেশি ফল খেতে ভালো না লাগলে জ্যুস বানিয়ে খেতে পারেন।

চিকেন পক্স হলেও শরীরে খনিজ ও অন্যান্য ভিটামিন প্রয়োজন হয়। এক্ষেত্রে ডাবের পানি সবচেয়ে ভালো।
সেদ্ধ সবজি বেশি বেশি খান। প্রয়োজনে অলিভ অয়েল দিতে পারেন তবে তেল ছাড়া খেতে পারলে ভালো।
ত্বকের নিরাময়ে দই অত্যন্ত কার্যকর।
এমন রোগের ক্ষেত্রে ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খেতে হবে।
নিম পাতার রস যতোই তেতো হোক, নিম সিদ্ধ পানি দিয়ে গোসলের পাশাপাশি নিম পাতার রস খেলেও উপকার পাবেন।

যা খাওয়া যাবে না
চিকেন পক্স হলে চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। কারণ চর্বি জাতীয় খাবার পক্সের প্রদাহ বাড়াতে পারে।
অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার কোনোভাবেই খাওয়া চলবে না।
ড্রাই ফ্রুটে এক ধরনের অ্যাসিড থাকে যা চিকেন পক্সের জীবাণুর বংশ বিস্তার করে। সেজন্যই ড্রাইফ্রুট খাওয়া যাবে না।