
৫ বছরের কম শিশুদের মাস্ক পরানোর দরকার নেই
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৫ বছরের নিচে শিশুদের করোনা থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরার প্রয়োজন নেই। এছাড়া যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে এন্টিভাইরাল অথবা মনোক্লোনাল ব্যবহার না করতে বলা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
তবে ৬ থেকে ১১ বছরের শিশুদের ক্ষেত্রে মাস্ক পরিধান করতে বলা হয়েছে। এক্ষেত্রে শিশুর অভিভাবক বিষয়টি পর্যবেক্ষণ করবে। আর ১২ বছর শিশুদের ক্ষেত্রেও একই পরামর্শ দেওয়া হয়েছে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে শিশুদের কীভাবে রক্ষা করা যায় সে নিয়ে নতুন করে আবারও দেশটিতে আলোচনা শুরু হয়েছে।
ভারতে গত কয়েকমাস ধরে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এমন পরিস্থির মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই তাদের নির্দেশনায় বলেছিল শিশুদের মাস্ক পরার প্রয়োজন। কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক।