Joy Jugantor | online newspaper

ঋণের পরবর্তী কিস্তি পেতে আইএমএফের সঙ্গে চুক্তিতে ব্যর্থ শ্রীলঙ্কা

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৯:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ঋণের পরবর্তী কিস্তি পেতে আইএমএফের সঙ্গে চুক্তিতে ব্যর্থ শ্রীলঙ্কা

দেউলিয়া শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার ‘এখনও নিশ্চিত নয়’ বলে বুধবার সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে ২৯০ কোটি ডলারের বেলআউটের প্রথম পর্যালোচনার পরে সংস্থাটি এই সতর্কবার্তা দিয়েছে।

ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা  প্রতিষ্ঠানটি জানিয়েছে,  শ্রীলঙ্কা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তবে দেশটির রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে এবং প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারেনি 

এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘স্থিতিশীলতার প্রাথমিক লক্ষণ সত্ত্বেও সম্পূর্ণ অর্থনৈতিক পুনরুদ্ধার এখনও নিশ্চিত নয়।’

শ্রীলঙ্কার আদমশুমারি অফিস জানিয়েছে, চলতি মাসে মুদ্রাস্ফীতি আট বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। সেপ্টেম্বরে ১ দশমিক শূন্য তিন শতাংশের বার্ষিক মূল্যস্ফীতি আগস্টের ৪ শতাংশের চেয়ে স্বাস্থ্যকর।

গত বছরের অর্থনৈতিক বিপর্যয় ভয়াবহ খাদ্য, জ্বালানি এবং ওষুধের ঘাটতির পাশাপাশি কয়েক মাসের নাগরিক অস্থিরতা সৃষ্টি করেছিল শ্রীলঙ্কায়। এ ঘটনায় শেষ পর্যন্ত তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদচ্যুত হন। নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অর্থনীতির স্থিতিশীলতার জন্য কর বাড়িয়েছেন এবং জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করেছেন।

 

বুধবার আইএমএফের একটি প্রতিনিধি দল ৩৩ কোটি ডলারের দ্বিতীয় কিস্তি ঋণের অর্থ ছাড়ের ঘোষণা না দিয়েই শ্রীলঙ্কায় তাদের দুই সপ্তাহের মিশন শেষ করেছে। অবশ্য কলম্বো আশা করছে, আইএমএফের সর্বশেষ আলোচনা শেষে অর্থ ছাড়ের চুক্তি স্বাক্ষরিত হবে।