Joy Jugantor | online newspaper

প্রকাশ্যে প্রেমিকাকে হত্যার পর অনুশোচনা নেই বললো প্রেমিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৫, ৩১ মে ২০২৩

প্রকাশ্যে প্রেমিকাকে হত্যার পর অনুশোচনা নেই বললো প্রেমিক

প্রকাশ্যে প্রেমিকাকে হত্যার পর অনুশোচনা নেই বললো প্রেমিক

গত রোববার উত্তর দিল্লির রোহিনীতে প্রেমিকাকে প্রকাশ্যে হত্যা করার পর গ্রেপ্তার হওয়া যুবক বলেছেন, এনিয়ে তার কোন অনুশোচনা নেই। 

এনডিটিভি জানায়, একজন যুবক তার প্রেমিকাকে প্রকাশ্যে হত্যা করেছে। একাধিকবার ছুরিকাঘাত এবং পাথরের স্ল্যাব দিয়ে আঘাত করে মেয়েটিকে হত্যা করা হয়। এসময় আশেপাশের মানুষজন তাদের পাশ দিয়ে হেটে গেলেও কেউ ছেলেটিকে বাধা না দিয়ে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পরে।

গতকাল উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে সাহিল (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সাহিল পেশায় একজন এসি মেরামতকারী।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেছিলেন যে তার কোন অনুশোচনা নেই। সাহিল অভিযোগ করেছে, মেয়েটি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল এবং অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। সাহিল তিন বছর ধরে ওই মেয়েটির সাথে ডেট করেছিল কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়।

সাহিলকে উপেক্ষা করায় তিনি রাগান্বিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। হত্যার পর সেখান থেকে পালিয়ে খালার বাসায় যায় সাহিল। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহিলকে বর্তমানে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।