Joy Jugantor | online newspaper

‘দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখ বন্ধ করা উচিত’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:২০, ১৯ আগস্ট ২০২২

‘দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখ বন্ধ করা উচিত’

কিম ইয়ো জং।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং শুক্রবার বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ‘মুখ বন্ধ’ করা উচিত। পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে পিয়ংইয়ংকে সিউল অর্থনৈতিক সহায়তা দিতে ইচ্ছুক বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মন্তব্য করার পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন ইয়ো।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মে মাসে প্রথমবারের এ ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন। গত বুধবার দ্বিতীয় দফায় তিনি একই প্রস্তাব দেন। তার এই প্রস্তাবকে ‘দুঃসাহসী’ পরিকল্পনা বলে অভিহিত করেছেন কিম ইয়ো জং।

কিম ইয়ো জং রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-দে প্রকাশিত এক বিবৃতিতে ইউনকে ‘সত্যিই সহজ এবং এখনও শিশুসুলভ’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, ‘বাজে কথা বলার পরিবর্তে তার মুখ বন্ধ করা তার চরিত্রের জন্য আরও অনুকূল হত। কারণ তার বলার মতো ভাল কিছু ছিল না।" তিনি উত্তরের সম্মান এবং পারমাণবিক অস্ত্রের জন্য অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য করতে পারেন বলে মনে করেন। কেউ ভুট্টার পিঠার জন্য তার গন্তব্য বদলায় না।’

দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী, কিম ইয়োর মন্তব্যকে ‘খুবই অসম্মানজনক ও অশালীন’ বলে অভিহিত করেছেন।