Joy Jugantor | online newspaper

আবারও সেই ব্রিজে হামলা চালাল ইউক্রেন 

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১৩:০৩, ৮ আগস্ট ২০২২

আবারও সেই ব্রিজে হামলা চালাল ইউক্রেন 

ফাইল ছবি ।

ইউক্রেনের খেরসনে থাকা রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছেন, ইউক্রেনের সেনারা ফের আন্তোনিভস্কি ব্রিজে হামলা চালিয়েছে। 

খেরসন সিটিতে রসদ পরিবহণের জন্য এ ব্রিজটি রুশ সেনাদের বেশ গুরুত্বপূর্ণ। খেরসন সিটিতে থাকা রুশ সেনারা যেন বিচ্ছিন্ন হয়ে যায় সে জন্য এই ব্রিজটিতে এখন পর্যন্ত চার থেকে পাঁচবার হামলা চালিয়েছে ইউক্রেন। 

রাশিয়ার প্রতিষ্ঠিত খেরসন প্রশাসনের ডেপুটিপ্রধান কিরিল স্ট্রেমোসোভ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, আন্তোনিভস্কি ব্রিজে হামলা হয়েছে। ব্রিজটি সংস্কার করার জন্য যেসব সরঞ্জাম আনা হয়েছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে। ব্রিজে খুব বড় ক্ষতি হয়নি। কিন্তু ব্রিজটি (পুনরায়) চালু হওয়ার বিষয়টিতে বিলম্ব হবে। 

এদিকে ইউক্রেনের সেনারা হিমার্স রকেট লঞ্চার ব্যবহার করে ব্রিজটিতে কয়েকবার হামলা চালিয়েছে। খেরসন সিটির সঙ্গে পুরো খেরসন অঞ্চল এবং ক্রিমিয়ায় যাওয়ার মাত্র দুটি পথ আছে। এ ব্রিজটি তার মধ্যে একটি। 

ব্রিজটিতে নতুন করে হামলার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ইউক্রেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান