Joy Jugantor | online newspaper

পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২১:২৩, ৭ জুলাই ২০২২

পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু

ফাইল ছবি।

পাকিস্তানে গত তিন সপ্তাহের প্রবল বর্ষণের কারণে অন্তত ৭৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কেবল বেলুচিস্তান প্রদেশেই মৃত্যু হয়েছে ৩৯ জনের।

বুধবার (৭ জুলাই) দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এত সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান সরকার।

শেরি রেহমান বলেন, প্রবল বর্ষণে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। তা ছাড়া ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মন্ত্রী বলেন, মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার। কারণ এই দুর্যোগ জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে।

তিনি আরো বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুম কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আরও একদিন ভারি বৃষ্টি থাকবে। তা ছাড়া নিম্নাঞ্চলে জলাবদ্ধতার বিষয়ে সতর্ক করা হয়েছে।

সূত্র: গার্ডিয়ান