Joy Jugantor | online newspaper

৪ বছর পর ইতালির সঙ্গে ইরানের বিমান চলাচল শুরু হচ্ছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১৭:৩২, ২৪ জুন ২০২২

৪ বছর পর ইতালির সঙ্গে ইরানের বিমান চলাচল শুরু হচ্ছে

ফাইল ছবি ।

চার বছর স্থগিত থাকার পর ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার আবারও তেহরান-রোম ফ্লাইট চালু করতে যাচ্ছে।

তেহরান বৃহস্পতিবার জানিয়েছে, ইরান এবং ইতালি বিমান কর্তৃপক্ষের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় রোম যাবে ইরান এয়ার।  খবর ইরনার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আগামী ১৪ জুলাই থেকে ইরান এয়ারের তেহরান-রোম ফ্লাইট চালু হবে।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি বাকশ এবং ইতালি কর্তৃপক্ষের প্রধান আলেসিও কুয়ারান্তার মধ্যে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।

মোহাম্মদ বাকশ এবং কোয়ারান্তা ইরান ও ইতালির মধ্যে বিমান চলাচলবিষয়ক নতুন সহযোগিতা চুক্তি সই করেছেন, যাতে দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট পরিচালনা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।